আজ শুক্রবার, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

তাদের এতো মিল

গত রোববার দিনের বেলায় গোলাম রাব্বানী ও নুরুল হক নুর একে অপরের পক্ষে-বিপক্ষে বক্তব্য দিয়েছিলেন। পরে রাতেই বেসরকারি টেলিভিশন চ্যানেলের আই-এর একটি টকশোতে অংশ নিয়ে তারা একে একে অপরের প্রতি দোষারোপ করেন, উত্তপ্ত বাক্য বিনিময় করেন। এমনকি একে অপরকে মূর্খ্য বলতেও শোনা গেছে। টকশো শেষে তারা একে অপরকে হাসতে হাসতে জড়িয়ে ধরেন। তাদের ছবিটি ফেসবুকে ভাইরাল হয়ে গেছে । ওই ছবিতে বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করেছেন। তাদের দুই জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। তাছাড়া নুরের সাথে রাজনৈতিক মত পার্থক্য রয়েছে গোলাম রাব্বানীর। কেউ কেউ বলছে ছাত্রলীগের সাথে  নুর আতাত করে চলে। আবার ছাত্রলীগের কেউ কেউ দাবি করেছে গত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি প্রার্থী শোভন কে পরাজিত করতে নুরের সাথে জোট করেছিলো গোলাম রাব্বানী।