তরুণ শিক্ষার্থীদের স্বাধীনতার স্বপক্ষের শক্তির সাথে থাকতে হবে:পাপ্পা গাজী
তুহিন মোল্লা, রূপগঞ্জ প্রতিনিধি:
তরুণ শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে স্বাধীনতার স্বপক্ষের শক্তির সাথে থাকার আহবান জানিয়েছেন যমুনা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নবকিশলয় হাই স্কুল এন্ড গার্লস কলেজের গভর্নিং বডির সভাপতি সাংসদ পুত্র গাজী গোলাম মর্তুজা পাপ্পা।
তিনি আজ নবকিশলয় হাই স্কুল এন্ড গার্লস কলেজের এসএসসি বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ নির্মানে ছাত্র সমাজের ভূমিকা অনেক
রূপগঞ্জ বাসির ভাগ্যের উন্নয়নে ২০০৮ সালের নির্বাচনের পর থেকে গাজী গোলাম দস্তগীর অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। মুড়াপড়া পাইলট উচ্চ বিদ্যালয় ও মুড়াপাড়া কলেজকে সরকারিকরণ করা হয়েছে।প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবণ নির্মাণসহ অবকাঠামোর উন্নয়ন হয়েছে।শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে এসএসসি পরীক্ষার ৩টি ও জেএসসি পরীক্ষার ২টি নতুন কেন্দ্র স্থাপন করা হয়েছে।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোন শহীদ মিনার ছিলো না প্রায় ২০টি শহীদ মিনার নির্মান করা হয়েছে।বিনোদনের জন্য পার্ক সহ ১০টি খেলার মাঠের সংস্করণ করা হয়েছে।বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ টি স্থানে গভীর নলকুবসহ টয়লেট নির্মান সম্পন্ন করা হয়েছে যার সেবা শিক্ষার্থীরা পাচ্ছে।
মাল্টিমিডিয়া ক্লাস রুম স্থাপনের লক্ষ্যে একসেট মাল্টিমিডিয়া উপকরণ বিতরণ করা হয়েছে।প্রায় কয়েক কোটি টাকা ব্যয়ে ১৫ টি শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে ।
স্নাতক শ্রেণীতে ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি চালু করা । উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২৫০ জন শিক্ষককে কম্পিউটার ব্যবহার ও মাল্টিমিডিয়া কনটেইন্ট তৈরীর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
তাছাড়া প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সবুজ নির্মল পরিবেশ তৈরী করার জন্য পর্যাপ্ত সংখ্যক বৃক্ষ রোপণ করা হয়েছে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে খেলাধুলার সামগ্রীসহ বাদ্যযন্ত্র সরবরাহ করা হয়েছে।
তৃতীয় শীতলক্ষা সেতু ভূলতা ফ্লাইওভার সহ রূপগঞ্জের প্রত্যেকটা পাড়া মহল্লায় মসজিদ মাদ্রাসায় অবকাঠামোর উন্নয়নসহ কয়েক হাজার কোটি টাকার কাজ হয়েছে।রূপগঞ্জ বাসীর সুখে দুঃখে সবসময় আমি ও আমার পরিবার পাশে আছি এবং থাকব
বিএনপি জামায়াত কে উদ্দেশ্য করে তিনি বলেন, এক সময় দেশে কোন গণতন্ত্র ছিলো না ।আবার তারা গণতন্ত্রকে ধ্বংস করার জন্য জ্বালাও পোড়াও এর চেষ্টা করছে।চোরের ঘর থেকে চোর জন্ম নিয়েছে। রাজাকারের ঘরে আজ রাজাকার জন্ম নিয়েছে। সকল অপশক্তিকে সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলার মাটি থেকে দমন করতে হবে।
মাননীয় প্রধানমন্ত্রী জঙ্গী ও সন্ত্রাস মোকাবেলা করে বাংলাদেশকে আজ দক্ষিণ এশিয়ার শীর্ষ অর্থনৈতিক দেশ হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।পদ্মাসেতু দৃশ্যমান হচ্ছে শিক্ষা,চিকিৎসা,যোগাযোগ সহ সকল খাতে ব্যাপক উন্নয়ন হচ্ছে এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আধুনিক ডিজিটাল রূপগঞ্জ নির্মানের লক্ষে আগামী নির্বাচনে সবাইকে নৌকা মার্কায় ভোট দিতে হবে।
মুজিব আদর্শের সকল সৈনিকদের দুষ্কৃতি কারীদের অপপ্রচার রুখে দিতে হবে ।একটি মহল নির্বাচন দেখলে নিজেকে প্রার্থী ঘোষণা করে জনমনে দলের ভাবমূর্তি নষ্ট করছে।তারা দেশের উন্নয়ন চিত্র দেশবাসির কাছে তুলে ধরতে ভুলে গেছে।এ শ্রেণীর লোক হতে সবাইকে সাবধান থাকতে হবে।