আজ বৃহস্পতিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

তরুণীদের ফাস্ট ফুডের প্রভাবে গর্ভধারণে দেরি !

তরুণীদের ফাস্ট

তরুণীদের ফাস্ট

অনলাইন ডেস্ক:

যেসব নারী নিয়মিত ফাস্ট ফুড খান কিন্তু ফলমূল কম খান, তাঁরা গর্ভধারণ করতে গিয়ে সমস্যায় পড়তে পারেন বলে নতুন একটি গবেষণায় বলা হয়েছে। এতে গর্ভধারণে দেরি হতে পারে।

প্রায় সাড়ে পাঁচ হাজার নারীর ওপর গবেষণা চালিয়ে দেখা গেছে, যাঁরা ফাস্ট ফুড খান না, তাঁদের তুলনায় যাঁরা সপ্তাহে চার বা আরো বেশিবার ফাস্ট ফুড খান, তাঁদের গর্ভধারণে অন্তত গড়ে এক মাস সময় বেশি লাগে।

বিশেষজ্ঞরা বলছেন, এই গবেষণা এটাও প্রমাণ করছে যে ভালো খাবার খেলে গর্ভধারণের সম্ভাবনা বেড়ে যায়। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের নারীদের জিজ্ঞাসা করা হয়েছিল, প্রথম সন্তান ধারণের কয়েক মাস আগে তাঁরা কোন ধরনের খাবার খেয়েছিলেন।

গবেষকরা দেখতে পান, যাঁরা মাসে তিনটির কম ফল খেয়েছেন, তাঁদের গর্ভধারণে নিয়মিত ফলাহারীদের তুলনায় দেড় মাস সময় বেশি লাগে। সূত্র : বিবিসি।