আজ রবিবার, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

তফসিলের পর এরশাদের আসনে জাপার প্রার্থী চূড়ান্ত করা হবে’

তফসিল ঘোষণার পরই তৃণমুল নেতাকর্মীর মতামতের ভিত্তিতে সদ্য প্রয়াত সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের শুন্য আসনে প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মাদ কাদের।

তিনি রবিবার সন্ধ্যায় ঢাকা থেকে রংপুর পল্লী নিবাসে এসে এরশাদের কবর জিয়ারতের পর সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগের সাথে এখন পর্যন্ত এ বিষয়ে কোন কথা হয়নি।
ঈদ যাত্রায় ভোগান্তির বিষয়ে তিনি বলেন, সরকার ব্যাপক উন্নয়ন করছে, রাস্তাঘাটের উন্নয়নে একটু ব্যঘাত ঘটছে বটে, তবে তা ঠিক হয়ে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি, সিটি মেয়র মোস্তাফিজার রহমান, মহানগর জাপার সাধারণ সম্পাদক এসএম ইয়াসিরসহ জাপার নেতাকর্মীরা।