আজ শনিবার, ১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

ঢাকা জেলার নতুন এসপি মারুফ হোসেন

ডিএমপি রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মারুফ হোসেন সরদারকে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করা হয়েছে।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে এসপি হিসেবে পদায়ন করা হয়। তিনি ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের ডিসি, লালবাগ বিভাগের ডিসিসহ সর্বশেষ রমনার ডিসি হিসেবে দায়িত্ব পালন করেন।

ঢাকার এসপির মতো একটি সংবেদনশীল পদে দায়িত্ব পাওয়ার বিষয়ে মারুফ হোসেন বলেন, সোমবার আদেশের বিষয়ে জানতে পেরেছি। বর্তমান এসপির সঙ্গে কথা বলে আদেশ অনুযায়ী অবিলম্বে সেখানে যোগদান করব।

স্পন্সরেড আর্টিকেলঃ