আজ শনিবার, ১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

ঢাকার কাউন্সিলর মিজান আটক

মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের নেতা ও  ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাউন্সিলর  হাবিবুর রহমান মিজানকে আটক করা হয়েছে।

ক্যাসিনোবিরোধী অভিযানে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে বৃহস্পতিবার ভোর রাতে তাকে আটক করেছ র‌্যাবের একটি বিশেষ টিম।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান ভূইয়া এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পাশের দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন মিজান। চলমান অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে।

মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাবেক এই সাধারণ সম্পাদকের নামে হত্যা ও মাদক সংশ্লিষ্টতাসহ নানা অভিযোগ রয়েছে।

স্পন্সরেড আর্টিকেলঃ