আজ মঙ্গলবার, ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ড্রেনের পানি রাস্তায়

সংবাদচর্চা রিপোর্ট

বৃষ্টি ছাড়াই পানি জমে আছে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের লালখাঁ শিয়াচর এলাকায়। এতে করে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। জানা গেছে, সময় মতো ড্রেন পরিষ্কার না করার ফলে রাস্তায় প্রতিনিয়তই পানি জমে থাকে। আর স্থানীয় ইউপি মেম্বার বলছেন, ডাইং কারখানার ময়লা ড্রেনে জমে পানি জমে যায়।
এলাকাবাসীর জানায়, লালখাঁ এলাকায় ১০টি ওয়াসিং ও মিলকারখানা রয়েছে। এছাড়াও আছে তিনটি স্কুল, একটি মসজিদ ও মাদরাসা। প্রায় ১০ হাজারের মতো মানুষ বসবাস করে ওই ঘনবসতি এলাকায়। তাদের অভিযোগ, দীর্ঘদিন যাবৎ মানুষ ড্রেনের নোংরা পানির উপর দিয়েই চলাচল করছে। বিষয়টি একাধিকবার ৯নং ওয়ার্ড মেম্বার মো. হান্নানুর রহমান রঞ্জুকে জানানোর পরেও এ সমস্যার কোন সমাধান হয়নি।
স্কুল শিক্ষার্থীরা বলেন, আমাদের বাসা থেকে স্কুলে যেতে খুব সমস্যার মধ্যে পড়তে হয়। এই ক্যামিকেল যুক্ত নোংরা ময়লা পানিতে পা ভিজিয়ে আমাদেরকে স্কুলে যেতে হয়। ফলে আমাদের পা চুলকিয়ে ঘা হয়ে যায়।
এ বিষয়ে জানতে দৈনিক সংবাদচর্চা থেকে ফোন করা হয় ৯নং ওয়ার্ডের মেম্বার মো. হান্নানুর রহমান রঞ্জুকে। তিনি বলেন, আমি কিছু দিন পরপরই এই ড্রেন পরিষ্কার করিয়ে থাকি।
পরিষ্কার করলে ড্রেনে পানি জমে থাকে কেনো? এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমাদের এখানে অপরিকল্পিতভাবে কিছু ডাইং কারখানা গড়ে তোলা হয়েছে। সেখান থেকে এ পানি জমে থাকে। তবে আমি প্রায়ই ড্রেন পরিষ্কারের কাজ করি। ধারাবাহিকভাবে আগামী শনিবার এই ড্রেন পরিষ্কারের কাজ পুনরায় করা হবে বলে জানান তিনি।
এলাকাবাসীর দাবি, শীঘ্রই যাতে করে এই সমস্যার সমাধান করা হয়। কারন এই ড্রেনের পানির কারনে হাজারো মানুষকে দূর্ভোগ পোহাতে হয়। গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও এলাকার সাধারণ মানুষকে চলাচল করতে হচ্ছে নোংরা পানির উপর দিয়ে। তাই অনতি বিলম্বে এই সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন তারা।