বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী লীগ ড্রেজার আঞ্চলিক কমিটি (সি বি এ) রেজিঃ বি-১৮৮৭ নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় কিল্লারপুর এলাকায় নারায়নগঞ্জ পানি উন্নয়ন বোর্ড অফিস কার্যালয়ে সভা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ । তিনি বলেন, সি বি এ বন্ধ করার জন্য আগের মন্ত্রী আনিসুর রহমান অনেক চেষ্টা করেছিল। কিন্তু তা বন্ধ করতে পারেনি।সি বি এ রক্ষা করেছিল আমাদের নেত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে ড্রেজার আঞ্চলিক কমিটির সি বি এ রেজিঃবি-১৮৮৭ সভাপতি একরামুল হক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কেন্দ্রী সভাপতি ও সি বি এ এর সাধারণ সম্পাদক সিরাজুল হক, নারায়নগঞ্জ নাট্যকর্মীর সভাপতি হুমায়ন কবির, জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন আহমেদ বাবুল, রবিউল উপস্থিত ছিলেন।