ডোমারে কাজী নজরুল ইসলাম বিদ্যালয়ে কাউন্সিল অনুষ্ঠিত
বখতিয়ার ঈবনে জীবন,নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারী ডোমারে কাজী নজরুল ইসলাম আনন্দলোক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে গণ উন্নয়ন কেন্দ্র (জিইক) আয়োজিত উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের বিদ্যালয়ে সকাল ১০টায় ভোট গ্রহক শুরু হয় এবং দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহন চলে।
ফলাফলের আগেএক আলোচনা সভায় গণ উন্নয়ন কেন্দ্রের প্রোগ্রাম অর্গানাইজার ইসমত আরা ইমু’র সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমির হোসেন, গণউন্নয়ন কেন্দ্রের এরিয়া কো-অর্ডিনেটর ধীরাজ চন্দ্র রায়, জোড়াবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, সাংবাদিক আনিছুর রহমান মানিক, শিক্ষক রতন আলী।
এ ছাড়াও বিদ্যালয়ের শিক্ষিকা সরুবালা রাণী, মাধবী লতা. ময়না রাণী রায় প্রমুখ বক্তব্য রাখেন।
এ নির্বাচনে ১৬জন প্রার্থী অংশ নেয় তাদের মধ্যে ৭ জন নির্বাচিত হয়। এতে ৮০ জন ভোটার রয়েছে তাদের মধ্যে ১০০% ভোটার উপস্থিত হয়ে তারা তাদের ভোটাধীকার প্রয়োগ করেন।
এতে নির্বাচিত হয় সমাপ্তি, শিমু. লাজু, সুফিয়া, শারমিন, আরমান ও ঝর্ণা। নির্বাচন শেষে অতিথিগণ শিক্ষার্থীদের ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ।