আজ বৃহস্পতিবার, ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

‘ডেটলাইন ২০১৭’ নাটকে কবরীর মেয়ের চরিত্রে অভিনয় করেছেন সাফা কবির । 

 

 বিনোদন: আবুল হায়াত মাহমুদের পরিচালনায়  ও সাজ্জাদ হোসেন দোদুলের রচনা ও নির্দেশনায় ‘ডেটলাইন ২০১৭’ ও ‘অভিমান’ নাটকের কাজ এরইমধ্যে শেষ করেছেন এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির।নাটক দুটি প্রচার হবে বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে।
‘ডেটলাইন ২০১৭’ নাটকে কবরীর মেয়ের চরিত্রে অভিনয় করেছেন সাফা কবির । সাফা বলেন, ‘শুটিংয়ে যাওয়ার আগে বেশ ভালোভাবে প্রস্তুতি নিই। বিশেষ করে ওনার সম্পর্কে অনেককিছুই জেনে নিয়েছি।  কারণ এত বড়মাপের অভিনেত্রীর সাথে প্রথমবারের মতো অভিনয়।
তিনি এত বড় একজন শিল্পী হয়ে আমাকে অনেক আদর করেছেন, শুটিংয়ের সময় দারুণ সহযোগিতা করেছেন। যেকোনো দৃশ্য ধারণের আগে তিনি আর আমি রিহার্সেল করেছি। কি যে ভালোলাগা ছুঁয়ে গেছে আমার মনের ভেতর তা বোঝাতে পারবো না।