সংবাদচর্চা রিপোর্ট:
নাসিক ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম ডিস বাবুর অন্যতম সহযোগী শীর্ষ মাদক ব্যবসায়ী মো. সজিব সজীব কে মাদক সহ আটক করেছে পুলিশ। গত শনিবার ২১ শে এপ্রিল তাকে আটক করা হয়। সে পাইকপাড়া জল্লারপাড়া এলাকার নিজাম উদ্দিনের ছেলে।
আটকের সত্যতা নিশ্চিত করেছেন সদর মডেল থানা পুলিশের অফিসার-ইন-চার্জ(ওসি) মো. কামরুল ইসলাম।
জানা গেছে , শহরের নলুয়াপাড়া, দুই নংবাবুরাইল, পাইকপাড়া জল্লারপাড়াসহ বেশ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ডিস বাবুর আরো তিন সহযোগীকে আটক করেছে। তারা হলেন জামাই মাসুদ , দুই নং বাবুরাইল এলকার আলমাছের দুই ছেলে মো. আল রাজু (৪৯) ও আল রাহাত (৪৭)। জামাই মাসুদ শহরের নলুয়া পাড়া এলাকার মৃত সুলতানের ছেলে। তাদের কাছ থেকে ইয়াবা ওহেরোইন উদ্ধার করা হয়েছে।