সংবাদচর্চা রিপোর্ট:
নাসিক ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবুর বিরুদ্ধে চাঁদাবাজির পর এবার স্কুলের জায়গা দখল করে ক্লাব ঘর নির্মানের অভিযোগ উঠেছে। বুধবার বিষয় টি প্রকাশ পেয়েছে। জানা গেছে গত ১৯ এপ্রিল নারায়ণগঞ্জ পুলিশ সুপার ও সদর থানার ওসি বরাবর একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী হাজী নাজমুল হাসান বারেক।
অভিযোগে বারেক উল্লেখ করেন দীর্ঘ ৪৮ বছর যাবত আজিজিয়া হাফেজিয়া মাদ্রাসা পরিচালনা করে আসছি। মাদ্রাসার পাশে আমার মালিকানাধীন টিনসেট ৪ টি রুম করে একটি এনজিও সংস্থাকে শিশু কিশোরদের পড়ালেখার জন্য ভাড়া দেয়া হয় । সেই ভাড়ার টাকা মাদ্রাসায় খরচ করা হয়। গত জাতীয় নির্বাচনে বাবুর পক্ষ কাজ না করায় তার পালিত সন্ত্রাসীরা আমাকে মারপিট করে জোর করে ৬ পি খালি স্ট্যাম্পে স্বাক্ষর নিয়েছে। যার কারণে গত জানুয়ারীর প্রথম দিকে সদর থানায় অভিযোগ দিলেও আমার মামলা টি নেয় নি। পরে অভিযোগের বিষয় টি বাবু জানলে রাগান্বিত হয়ে আমার এনজিও সংস্থার দুটি রুমের দুই মাসের ভাড়ার ২৬ হাজার ৫শ টাকা নিয়ে যায়। শুধু তাই নয় আমাদের পাইকপাড়া এইচ এল মেদ ভূড়ি নামিয় ১ তলা ভবনের দুটি রুম সন্ত্রাসী বাহিনা দ্বারা তালা ভেঙ্গে ২ লাখ টাকার মালামাল লুট করে ক্লাব হিসেবে স্থাপন করে।