আজ বৃহস্পতিবার, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ডিসির শোক

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আমৃত্যু সভাপতি  ও সাবেক সংসদ সদস্য ওয়াজি উদ্দিন খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন।

শুক্রবার(৩১ জানুয়ারি) এক ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান,  পাবনা চাকরি করার সুবাদে এই শ্রদ্ধাভাজন মানুষটির সঙ্গ পেয়েছিলাম ‌। খবরটি শুনে মনটা খুব খারাপ হয়ে গেল। তিনি শ্রমিক সংগঠকও পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়াজি উদ্দিন খান । আজ (শুক্রবার) কিছুক্ষণ আগে মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

জানা গেছে, পাবনা জেলা আওয়ামী লীগের ২৫ বছর সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর) সংসদীয় আসেন দুইবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।