নিজস্ব সংবাদদাতা
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দিনরাত নিরলস পরিশ্রম করে চলেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) জসিম উদ্দিন। সরকারের পক্ষ থেকে দেশে অলিখিত লকডাউনের নির্দেশ দেওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই নিজ কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে মিটিং করছেন তিনি। তার পাশাপাশি দরিদ্র ও কর্মহীন মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌছে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন তিনি।
নারায়ণগঞ্জবাসীর উদ্দেশ্যে জেলা প্রশাসক জানান, আপনারা কষ্ট করে ঘরে অবস্থান করুন, আমরা আপনাদের খাদ্য সহায়তা ঘরেই পৌছে দিচ্ছি। ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব নিয়ে কাজ করছেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ও মানুষকে ঘরে রাখার পাশাপাশি হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে প্রতিটি এলাকায় অভিযান অব্যাহত রাখা হয়েছে। আমাদের কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা জেগে থাকে। প্রথম দিকে কন্ট্রোল রুমে জ্বরঠা-া সংক্রান্ত অনেক কল আসতে থাকলেও বর্তমানে এ ধরনের কল একেবারেই কম। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে।
ডিসি আরও জানিয়েছেন, অভিযানের পাশাপাশি ঘরে ঘরে খাদ্য পৌঁছানো নিশ্চিত করতেও ম্যাজিস্ট্রেটরা কাজ করছেন। খাদ্যসামগ্রীর কোনো সংকট নেই, আমরা হতদরিদ্র পরিবারগুলোতে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া নিশ্চিতে কাজ করছি। দেশে চলমান করোনা পরিস্থিতিতে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় যারা কর্মহীন মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন তাদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) জসিম উদ্দিন। এ সংকটকালে সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
জানা গেছে, বেশ ক’দিন ধরেই রাতের আধারে কর্মহীন ও হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছেন ডিসি। অন্যদিকে দিনের বেলায় করোনার সংক্রমণ রোধে করছেন আলোচনা সভা। প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে তথ্য প্রদানের জন্য অনেক আগেই কন্ট্রোল রুম চালু করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক (ডিসি) জসিম উদ্দিনের নির্দেশে জেলা প্রশাসকের কার্যালয়ের ২০৪ নম্বর কক্ষে এই কন্ট্রোল রুম চালু করা হয়। কন্ট্রোল রুমের হটলাইন নম্বরগুলো হলো- ০২-৭৬৪৬৭৬৭, ০১৭০৮-৪৪২২৭৯, ০১৭১১-৮২৮৯৪২। এ বিষয়ে জেলা প্রশাসক জসিম উদ্দিন জানান, করোনা নিয়ে চিন্তিত না হয়ে শুধু ঘরে থাকার আহবান জানাবো সকলকে। আমাদের কন্ট্রোল রুমে করোনা সংক্রান্ত যে কোনো তথ্য প্রদান করা যাবে। আপনারা আমাদের নির্দেশনাগুলো মেনে চলুন, আমরা আপনাদের প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবো।