পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপ-নির্বাচনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই আসনে মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস নৌকা প্রতীক পেয়েছেন।
রবিবার গণভবনে দলটির সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা শুরু হয়। তিনি পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। নুরুজ্জামান বিশ্বাস পাবনার ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন। প্রসঙ্গত গত ২ এপ্রিল সাবেক ভূমিমন্ত্রী, পাবনা-৪ আসনের (ঈশ্বরদী-আটঘরিয়া) সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও ভাষাসৈনিক শামসুর রহমান শরীফ ডিলু ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন। শামসুর রহমান শরীফ ডিলু পাবনা জেলা আওয়ামীলীগের সভাপতি ও পরপর পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তার মৃত্যুর পর তার পরিবার থেকে ৬ জন আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।