আজ বুধবার, ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ডিবি’র নতুন পোশাকে বিশেষত্ব কিউআর কোড

নিজস্ব প্রতিবেদক:

ভুয়া ডিবির দৌরাত্ম্য রোধ করতে নতুন পোশাক এনেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি জানান, এ পোশাকের বিশেষত্ব হচ্ছে কিউআর কোড, যা স্ক্যান করলেই অভিযানে আসা ব্যক্তির বিস্তারিত তথ্য জানা যাবে। মুঠোফোনের অ্যাপসের মাধ্যমে এ কোড স্ক্যান করা যাবে।

ডিবি সেজে ডাকাতির অভিযোগে ছয়জনকে গ্রেফতারের পর এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ডিবি। রবিবার মতিঝিলের টয়েনবি সার্কুলার রোড এলাকা থেকে এই ছয় ডাকাতকে গ্রেফতার করা হয়। তারা হলেন-ফরিদ উদ্দিন, পারভেজ, সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম, জসিম ও নাছির।

বিভিন্ন সময়ে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) পরিচয় ব্যবহার করে ডাকাতসহ বিভিন্ন অপরাধী চক্রের সদস্যরা সাধারণ মানুষের সম্পদ লুট ও অপহরণের অভিযোগ ওঠে। কখনো কখনো আসল গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার ও নকল পোশাক উদ্ধার করতে দেখা যায়।