আজ শুক্রবার, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ডিজিটাল বাংলাদেশ গড়তে তারুণ্যের প্রয়োজন- আব্দুল আলিম সরকার

নিজস্ব প্রতিবেদক:
রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম সরকার বলেছেন, ভোটাররা পরিবর্তন চায়। তারা চায় নতুন প্রজন্মের হাতে ক্ষমতা অর্পিত হোক।  ডিজিটাল বাংলাদেশ গড়তে তারুণ্যের প্রয়োজন, শক্তির প্রয়োজন এবং সততার প্রয়োজন।

দৈনিক সংবাদচর্চার প্রকাশক ও সম্পাদক মুন্না খানের সঞ্চালনায় উপজেলা নির্বাচনের প্রার্থী পরিচিতি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আব্দুল আলিম সরকার বলেন, আমাদের  উপজেলায় একজন প্ররিশ্রমের মানুষ আমরা পেয়েছি। যার নেতৃত্বে রূপগঞ্জে একের পর এক উন্নয়ণমূলক কাজ হচ্ছে। তিনি হলেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। তার এই উন্নয়ণের সাথে তালমিলিয়ে রূপগঞ্জবাসীর প্রয়োজনের স্বার্থে যা দরকার হয় করবো। আমি বিশ্বাস করি

রূপগঞ্জের জনগণ আমাকে সমর্থন করবে । আমি রুপগঞ্জের মানুষকে কথা দিতে চাই যে আমি নির্বাচিত হলে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে গরীব দুঃখী মানুষের পক্ষে থেকে কাজ করবো।

তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে  নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর নেতৃত্বে আমি কাজ করে যাবো। এবং তার জনপ্রিয়তার কারণ তিনি রুপগঞ্জের মানুষের জন্য নিজের সবকিছু বিলিয়ে দিয়েছেন। আমিও উপজেলা নির্বাচনে নির্বাচিত হওয়ার পর তার মতোই মানুষের জন্য নিজের সবকিছু বিলিয়ে দেব।

দৈনিক সংবাদচর্চার উদ্যোগে উপজেলা নির্বাচনে প্রার্থী পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করায় আলীম সরকার পত্রিকার সকল কলাকুশলীদের ধন্যবাদ জানান।