আজ মঙ্গলবার, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নারায়নগঞ্জের ডিজিটাল উদ্ভাবনী মেলায় দ্বিতীয় বারের মতো শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যানিকেতন হাই স্কুল।

ডিজিটাল উদ্ভাবনী

ডিজিটাল উদ্ভাবনী

সংবাদচর্চা ডেস্ক: নারায়নগঞ্জের ডিজিটাল উদ্ভাবনী মেলায় দ্বিতীয় বারের মতো শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে বিদ্যানিকেতন হাই স্কুল। বুধবার সন্ধ্যায় নারায়নগঞ্জ ওসমানী পৌর ষ্টেডিয়ামে জেলা প্রশাসক রাব্বী মিয়া স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা ,পরিচালনা পরিষদ সদস্য আবদুস সালাম সহ শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে এ পুরস্কার তুলে দেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল হামিদ, অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল বারী, অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন আহমেদ, র‌্যব-১১ এর মেজর আশিক মেহেদী সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেন, নারায়নগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠান গুলোর কাছে বিদ্যানিকেতন হাই স্কুল ডিজিটাল শিক্ষার ক্ষেত্রে একটি অনুকরনীয় প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি পেয়েছে। তিনি বলেন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে বিদ্যানিকেতনকে অনুস্মরন করে ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠানে রুপান্তরিত করতে হবে। জেলা প্রশাসক এজন্য শিক্ষা প্রতিষ্ঠান গুলোর পরিচালনা পরিষদ ও শিক্ষকদের এগিয়ে আসার আহবান জানান।

২০১৮ সালে জেলা প্রশাসন আয়োজিত তিন দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলায় ১৪টি স্কুল সহ ৭৭টি সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান অংশ গ্রহন করেছে।উল্লেখ্য ২০১৭ সালে অনুষ্ঠিত জেলা ডিজিটাল উদ্ভাবনী মেলায় বিদ্যানিকেতন হাই স্কুল শ্রেষ্ঠ স্কুল নির্বাচিত হয়েছিল।