আজ রবিবার, ১৬ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

দ্রুত এগিয়ে চলছে ডিএনডি’র সংস্কার কাজ

ডিএনডি’র

ডিএনডি’র

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
সেনাবাহিনীর অধীনে জোরেশোরে সংস্কার কাজ চলছে ডিএনডিতে। আগামী বর্ষা মৌসুমে ডিএনডিবাসীকে আতঙ্কিত না হওয়ারও পরামর্শ সেনাবাহিনীর। তবে দীর্ঘদিনের অবৈধ দখলদার কবল থেকে ডিএনডির খালগুলোকে মুক্ত করতে কিছুটা সময় লাগছে সেনাবাহিনীর। বর্তমানে যতটুকুন কাজ সম্পন্ন হয়েছে তা পুরো ডিএনডির সংস্কার কাজের প্রায় ১৫ ভাগ। এতে আশাহত নয়, আশান্নিত হচ্ছেন ডিএনডিবাসী।

২০১৫ ইং সালের ২৩ জুলাই ঢাকায় পরিকল্পনা মন্ত্রী মোস্তফা কামালের কাছে যান নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। মন্ত্রীর সামনে এমপি শামীম ওসমান ডিএনডিবাসীর দূর্ভোগের চিত্র তুলে ধরে মন্ত্রীকে নিয়ে সরেজমিন দূর্ভোগ দেখানোর জন্য শামীম ওসমান পরিকল্পনামন্ত্রীকে ডিএনডিতে নিয়ে আসেন। তাদের সঙ্গে ছিলেন পানি উন্নয়ন বোর্ডের উর্দ্ধতন কর্মকর্তারা। পরিকল্পনা মন্ত্রী পরবর্তীতে ডিএনডি বাসীর দূর্ভোগের ব্যাপারটি প্রধানমন্ত্রীকে অবহিত করলে ২০১৭ সালের ১১ জানুয়ারী অনুষ্ঠিত একনেকের বৈঠকে ডিএনডি’র সংস্কারের জন্য ৫৫৮ কোটি ২০ লাখ টাকার প্রকল্পের নীতিগত অনুমোদন দেয়া হয়। একই বছরের ৮ ডিসেম্বর এ প্রকল্প কাজের উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। সে থেকে প্রকল্পটি বাস্তবায়নে ডিএনডিতে নামে সেনাবাহিনীর ১৯ ইসিবি, ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড।

সম্প্রতি সরেজমিন এ প্রকল্পের অগ্রগতি দেখতে ডিএনডিতে আসেন ১৯ ইসিবি’র প্রকল্প পরিচালক লেঃ কর্ণেল মাশফিকুল আলম। এসময় তার সাথে ছিলেন মেজর মাহতাবসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তারা। এ প্রতিবেদকসহ উপস্থিত সংবাদিকদের তিনি এসময় বলেন, আমরা ইতোমধ্যে প্রায় ১৫ ভাগ কাজ সম্পন্ন করেছি। প্রথমত ডিএনডির ৯৪ কিলোমিটার খালের অবৈধবাসীদের উচ্ছেদ এবং ডিএনডিতে বড় ২টি ও ছোট ৩ টিসহ ৫টি পাম্প হাউজ নির্মাণকে গুরুত্ব দেয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, অনেক অবৈধ দখলদার স্বেচ্ছায় তাদের দখল ছেড়ে দিচ্ছে। কিন্তু কিছু কিছু দখলদার বিলম্ব করায় এবং তাদের কাগজগুলো যাচাইয়ের জন্য ডিসি অফিসে প্রেরণ করায় আমাদের কিছুটা সময় বেশী লাগছে। সেনাবাহিনী অনেক দ্রুত কাজ চালিয়ে যাচ্ছে উল্লেখ করে আগামী বর্ষা মৌসুমকে কেন্দ্র করে ুতিনি ডিএনডিবাসীকে চিন্তিত না হওয়ার পরামর্শ দেন। মঙ্গলবার বিকালে সরেজমিন ডিএনডি পরিদর্শনে গিয়ে দেখা গেছে, সিদ্ধিরগঞ্জের শিমরাইল পাম্প হাউজে ট্টাকযোগে বালু ফেলে পাম্প হাউজ নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। একইভাবে সিদ্ধিরগঞ্জ থানার সামনে ডিএনডি ক্যানেলে পাম্প হাউজ নির্মাণের উপযোগী করে ড্রেজার পাইপ দিয়ে বালু ফেলে হচ্ছে। একইভাবে ডিএনডির মিজমিজি পূর্বপাড়া এলাকায় ডিএনডির একটি ক্যানেলে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সেনাবাহিনী খালের জায়গা চিহিৃত করছে। সেনাবিহীর দ্রুত গতির কাজ দেখে অভিভূত সিদ্ধিরগঞ্জের পাইনাদী পশ্চিম এলাকার সংস্থাপন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা হাজী তোফাজ্জল হোসেন। তিনি বলেন, গত বর্ষার মৌসুমে আমরা নিদারুন কষ্ট করেছি। সেনাবাহিনীর দ্রুত কাজ করার ফলে আশা করছি এবার আর বন্যার পানি ডিএনডিতে আবদ্ধ হয়ে থাকবে না।

ডিএনডির সংস্কার কাজের উদ্বোধনী ঐ অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেন, ডিএনডির ২০ লাখ লোককে জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে প্রয়োজনে প্রভাবশালী অবৈধ দখলদারদের স্থাপনাও ভেঙ্গে দেয়া হবে। শামীম ওসমান বলেছিলেন, প্রধানমন্ত্রী সর্বোাচ্চ গুরুত্ব দিয়ে ডিএনডি প্রকল্প বাস্তবায়নের তাগাদা দিয়েছেন। এজন্য সকলের কাছে প্রধানমন্ত্রীর জন্য দোয়া চেয়ে তিনি ঐ দিন বলেছিলেন, এ প্রজেক্ট সম্পন্ন করার জন্য যত টাকার প্রয়োজন প্রধানমন্ত্রী দিবেন বলে পানি সম্পদ মন্ত্রী আশ্বস্ত করেছেন। এতে করে নারায়ণগঞ্জ ঢাকার চাইতেও আধুনিক একটি শহরে পরিণত হবে উল্লেখ করে শামীম ওসমান বলেছিলেন নতুন প্রজন্মের জন্য আমরা একটা সুন্দর নারায়ণগঞ্জ রেখে যেতে পারব। দুই বছরের মধ্যে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে উল্লেখ করে শামীম ওসমান বলেছিলেন, সাংবাদিকদের নিউজের কারণে এ ফান্ড আনতে আমার অনেক সুবিধা হয়েছে। #

স্পন্সরেড আর্টিকেলঃ