ফতুল্লায় ভ্রাম্যমান বিক্রেতাদের কাছ থেকে ১০ টি মুনিয়া ও দু’টি তোতা পাখি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) দুপুরে ফতুল্লা ডিআইটি মাঠে অভিযান পরিচালনা করে পাখিগুলো উদ্ধার করা হয়। পরবর্তীতে পঞ্চবটি বন বিভাগের সঙ্গে সমন্বয় করে সেগুলো অবমুক্ত করা হয়।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার ডিআইটি মাঠে অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করা হয়। পরে সেগুলো বন বিভাগের সঙ্গে সমন্বয় করে অবমুক্ত করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক কিংবা জরিমানা করা হয়নি।