সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১
সোনারগাঁও প্রতিনিধিঃ নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার দরিকান্দি বাস স্টেশন থেকে ডাকাতির প্রস্তুতি কালে একজনকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ।
জানা যায়,মঙ্গলবার গভীর রাতে সোনারগাঁও থানা পুলিশের এ এস আই উদয় গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে দরিকান্দি বাস স্টেশন থেকে একটি চাপাতি সহ ডাকাত রাসেল (২০) কে গ্রেফতার করে সোনারগাঁও থানায় নিয়ে আসে।
জানতে চাইলে সোনারগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক উদয় বলেন,ডাকাত রাসেল কুমিল্লা দাউদকান্দি থানার মাইক পাড়া গ্রামের মুরশিদ আলীর ছেলে।