আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ট্রাম্পের মহাকাশ বাহিনী গঠন

এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মহাকাশ বাহিনী গঠনের ঘোষণা দিয়েছেন। যার নাম ‘ইউনাইটেড স্টেট স্পেস কমান্ড’। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে ঢেলে সাজানোর জন্য তার এই উদ্যোগ।

দেশটির গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এই ঘোষণা এসেছে। দশ মিনিটের একটি অনুষ্ঠানে ট্রাম্প নিজে এই বাহিনী গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে তাকে যুক্তরাষ্ট্রের জন্য একটি যুগান্তকারী মুহূর্ত বলে অভিহিত করেন।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন এই কমান্ড হবে মহাকাশে যুক্তরাষ্ট্রের সম্মদ এবং এটি মহাকাশে যুক্তরাষ্ট্রের বৃহত্তর স্বার্থ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, ভবিষ্যত এই বাহিনী যুদ্ধে লড়াই করবে এবং আমি মনে করি এটা সবার কাছে বেশ স্পষ্ট। এটা সম্পূর্ণ মহাকাশ সংক্রান্ত।

হোয়াইট হাউস মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে মহাকাশ বাহিনী গঠনের ব্যাপারে কাজ করে যাচ্ছে। যার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে ষষ্ঠ কমান্ড হিসেবে যুক্ত হবে মহাকাশ বাহিনী। ১৯৪৭ সালে বিমানবাহিনী গঠনের পর যুক্তরাষ্ট্রর সামরিক বাহিনীতে আর কোনো শাখা তৈরি হয়নি।