মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ২০ লাখ ডলার জরিমানা করেছেন নিউ ইয়র্কের একটি আদালত। ২০১৬ সালে নির্বাচনি প্রচারণায় দাতব্য প্রতিষ্ঠানের তহবিলের অর্থ খরচ করায় মার্কিন প্রেসিডেন্টকে এ জরিমানা করা হয়।
বৃহস্পতিবার এ রায় দেওয়া হয়। এই অর্থ ট্রাম্পের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক নেই এমন ৮টি অলাভজনক প্রতিষ্ঠানকে দিতে নির্দেশ দিয়েছেন বিচারক স্যালিয়ান স্কারপুলা।
‘দ্যা ডোনাল্ড জে ট্রাম্প ফাউন্ডেশন’ নামে ট্রাম্পের ওই দাতব্য সংস্থাটি রাজনৈতিক স্বার্থে তার নামের ব্যবহৃত হতো- কৌঁসুলিদের এমন অভিযোগের পর ২০১৮ সালে ফাউন্ডেশনটি বন্ধ করে দেয়া হয়। বিচারক তার রায়ে ট্রাম্প এবং তার তিন সন্তান তাদের পরিচালিত এ দাতব্য প্রতিষ্ঠানটিকে রাজনৈতিক কাজে ব্যবহার করতে পারেন না বলে মন্তব্য করেছেন।