বন্দর প্রতিনিধি:
বন্দরে ইটভাটার ইট পরিবহণের সময় ট্রাক উল্টে হৃদয় (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
রোববার (২২ এপ্রিল) সকালে বন্দরের কেওঢালা ইটভাটায় এ ঘটনা ঘটে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মন্ডল জানান, অতিরিক্ত ইট বোঝাই করার কারণে এবং একপাশ ঢাল থাকায় ট্রাকটি উল্টে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ওই শ্রমিকের মৃত্যু হয়।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।