আজ মঙ্গলবার, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

টীকা স্বাস্থ্য ব্যবস্থার একটি অঙ্গ -ডা.ইমতিয়াজ

নিজস্ব প্রতিবেদক:

জেলা সিভিল সার্জন ডা.ইমতিয়াজ বলেছেন , সারা  বিশ্ব টীকা  সপ্তাহ পালন করছে। টীকা স্বাস্থ্য ব্যবস্থার একটি অঙ্গ।   ই পি আই টীকা এবং  টীকার আরো কিছু কার্যক্রমের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার ভাবে কিছু দিক নির্দেশনা দিয়েছে। আমরা ই পি আইতে মোটামুটি বলা যায় যে, ৯৯% টাকে কিভাবে ১০০% রুপান্তর করতে পারি সেই উদ্দেশ্যে নিয়ে আমরা টীকা সপ্তাহ পালন করে থাকি।

আমাদের দেশে জাতে শিশুরা কোনো অবস্থায় টীকা দেওয়া থেকে বাদ না পড়ে ও যেসব শিশু টীকা দেওয়া থেকে বাদ পড়েছে তাদেরকে আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে টীকা দেওয়ার জন্য। আর যাদের টীকা দেওয়ার বয়স হয়ে গেছে তাদের টীকা প্রদান করতে হবে।

৩০ এপ্রিল সকাল ১০টায় নারায়ণগঞ্জ সিভিল সার্জন সম্মেলন কক্ষে সিভিল সার্জনের আয়োজনে বিশ্ব টীকা সপ্তাহ দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনার উপপরিচালক মো.বসির উদ্দিন, পুলিশ সুপার প্রতিনিধি মো.মমিনুল হক,(DIODSB),প্রাইভেট মেডিকেল পার্টিকুলার সমিতির সভাপতি নুরুল ইসলাম,  স্বাস্থ্য শিক্ষা অফিসার আমিনুল হক প্রমূখ।