আজ সোমবার, ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

টিম খোরশেদের সবজি বিতরণ

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও তার টিমের পক্ষ থেকে দুস্থ ও দরিদ্র দেড় হাজার পরিবারের মাঝে ২য় দফা বিনামূল্যে সবজি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত ওয়ার্ডের জামতলা, আমলাপাড়া, মুচিপাড়া, চাষাড়া, শেরে বাংলা রোড এলাকায় এসব বিতরণ করা হয়। টিম খোরশেদের সদস্য নাজমুল কবীর নাহিদ, এসএম কামরুজ্জামান, রফিক হাওলাদার, রিটন দে, শওকত খন্দকার, মোঃ শহীদ, সুমন দেওয়ান, শফিউল্লাহ রনি সহ উপস্থিত ছিলেন অন্যান্য সদস্যরা নিরাপদ দূরত্ব বজায় রেখে এ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

এসময় মানুষের মাঝে পরিবার প্রতি তিন রকমের প্রায় ২ কেজি করে সবজি দেয়া হয়।