নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকা থেকে ইউসুফ নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত মৃতদেহে ধারালো অস্ত্রের ৫টি আঘাতের চিন্হ রয়েছে। পুলিশ বলছে, মঙ্গলবার দিবাগত শেষ রাতে এ হত্যাকান্ডটি ঘটতে পারে।
সদর মডেল থানা পুলিশের ওসি (অপারেশন) জয়নাল আবেদীন জানান, লোকমুখে সংবাদ পেয়ে বুধবার (৯ অক্টোবর) ভোর সাড়ে ৬ টার দিকে টানবাজারের ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশনের পূর্ব দিকের খালি জায়গা থেকে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা য়। এ ঘটনায় নিহতের ফুপু হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ হত্যার রহস্য ও আসামীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, নিহত ইউসুফ(২৫) ইসদাইর গাবতলী এলাকার মৃত কাশেম মিয়ার ছেলে। সে টানবাজার এলাকায় পরিবহন শ্রমিক হিসেবে কাজ করতো। এ ঘটনায় নিহতের ফুপু মমতাজ বেগম বাদী হয়ে বুধবার দুপুরে আজ্ঞাতদের আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ১০।
কে বা কি কারণে ইউসুফকে হত্যা করা হয়েছে সে বিষয়ে এখনও কেউ কিছু জানাতে পারেনি। তার বুকের ডান পাশে একটি এবং পিঠে চারটি ছুরির আঘাত রয়েছে।