সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকার আশা সিনেমা হলের সামনে ক্যাপ পড়া একজন লোক সড়কের পন্যবাহী যানবাহন থেকে প্রতিদিন প্রকাশ্যে টাকা তুলে।
গতকাল বিকালে সরেজমিনে দেখা গেছে,মিনা বাজার এলাকা থেকে সুতা নিয়ে গাড়িটি আশা সিনেমা হলের গেটের সামনে এলে ওই ব্যক্তি গাড়িটিকে থামিয়ে একটি টিকেট দিয়ে টাকা নিচ্ছেন।
মো. শাহিন মিয়া বলেন, মালামাল নিয়ে টানবাজার এলাকা থেকে আশা হলের সামনে গেলে সিটি কর্পোারেশনের টিকেট দিয়ে আমাদের কাছ থেকে চাঁদা নেয়। এ সড়কের পিকাপভ্যান চালক মুকলেসুর রহমান বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের টানবাজার রাস্তার ক্ষতি পূরণের ফি আদায়ের নামে টিকেট দিয়ে আমাদের ছোট গাড়ি থেকে ৭০ টাকা ও বড় গাড়ি থেকে ১০৫ করে ভাবে চাঁদা নেয়। আমরা জানি এসকল টিকেট ভূয়া। তবে কেউ যদি তাদের চাঁদার টাকা না দেয় তাহলে তাদের গাড়ি আটকে রাখে। এরা একটা বড় সেন্ডিকেট।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী এহেতেসামুল হক দৈনিক সংবাদচর্চা জানান, অনেক স্ট্যান্ডের টেন্ডার হয় এখান থেকে তবে টানবাজারের বিষয়ে আমার জানা নেই এ বিষয়ে বলতে পারবেন বাজার কর্মকর্তা জহির ।
পরে বাজার কর্মকর্তা জহিরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।