আজ মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

টাইগারদের দিকনিদের্শনা দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে দিকনির্দেশনা দিয়েছেন। তিনি বিশ্বকাপে কোনো তাড়াহুড়ো না করে আত্মবিশ্বাস রেখে খেলতে বলেছেন  ।

ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিতব্য আসন্ন বিশ্বকাপে অংশ নিতে দেশ ত্যাগের আগে আজ মঙ্গলবার অনুপ্রেরণা এবং আত্মবিশ্বাসের সঞ্চয় বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে গেলে মাশরাফি বিন মর্তুজা বাহিনীকে এ পরামর্শ দেন তিনি। দুপুর সাড়ে ১২টায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য পৌঁছান ক্রিকেটাররা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাইগার ক্রিকেটাদের উদ্দেশে বলেন, বিশ্বকাপে আত্মবিশ্বাস রেখে খেলবে। কোনো তাড়াহুড়োর প্রয়োজন নেই। লম্বা সময় সেখানে থাকতে হবে। মনোযোগ ধরে রাখবে।
এসময় জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রসঙ্গত, বিশ্বকাপের আগে আয়ার‍ল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। এ লক্ষ্যে আগামী ৫ মে দেশ ছেড়ে উড়াল দেবেন মাশরাফি-সাকিবরা। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।