আজ সোমবার, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঝিনাইদহে জেলা আওয়ামীলীগের আয়োজনে বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে র‌্যালী ও মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকে পুষ্পমাল্য অর্পণ

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ ঝিনাইদহে জেলা আওয়ামীলীগের আয়োজনে বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে র‌্যালী বের হয়। জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে সকালে র‌্যালীটি বের হয়ে জেলা শহরের পায়রা চত্তর হয়ে মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকে শ্রদ্ধা জানান ও পুস্পমাল্য অর্পন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টু,মাহামুদুল ইসলাম ফোটন,তৈয়ব আলী জোয়ার্দ্দার,আনিচুর রহমান খোকা,এম এ সামাদ, বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম-সংগঠন (আসাকো) ঝিনাইদহ জেলা শাখার সভাপতি একরামুল হক লিকু ,সাধারন সম্পাদক এম রায়হান, ঘোড়শাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন,হরিশংকরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদ,গান্না ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন মালিতা,গান্না ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল ওহাব,জেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি হায়দার আলী, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ জেলা শাখার সাধারন সম্পাদক বিশিষ্ট সমাজ সেবিকা জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত খালেদা খানম সহ জেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগের নেতৃবৃন্দ।