আজ রবিবার, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

জয়ের গন্ধ পাচ্ছে আ.লীগ

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জয়ের গন্ধ পাচ্ছে আওয়ামীপন্থী আইনজীবীরা। আদালতপাড়া আওয়ামী লীগ নেতাকর্মীদের দখলে রয়েছে। সেখানে বিরোধী দলের কোনো নেতাকর্মী যায় নি।

আদালতপাড়ায় ভোটের আমেজ টিকে রেখেছে আওয়ামী লীগ। বুধবার সকালে জেলা আইনজীবী সমিতির ভোট গ্রহণ শুরু হয়ে তা বিকাল ৪ টায় শেষ হয়েছে। ৮ টি বুথে ভোট গ্রহণ হয়েছে । মোট ভোটার রয়েছে ৯২২ জন। তার মধ্যে ভোট পড়েছে ৬৩১ টি।  এবার নির্বাচনে দুটি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বীতা করেছে ।

আরো পড়ুনঃ ফাঁকা বিএনপি

যদিও ভোট গ্রহণের  ঠিক আগের দিন মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে  ইসির প্রতি অভিযোগ এনে বিএনপিপন্থী আইনজীবী ও স্বতন্ত্র প্রার্থীরা ভোট বর্জন করেছে। ভোটের নিয়ম অনুযায়ী  বিএনপির প্রার্থীদের প্রার্থীতা বৈধ। তাদের নাম এবং মার্ক ব্যালট পেপারে রয়েছে। ভোটে এগিয়ে রয়েছে আওয়ামীপন্থী আইনজীবীরা।

আওয়ামীপন্থী আইনজীবীদের দাবি ভোটবর্জন করা বিএনপির অভ্যাসে পরিণত হয়েছে। তারা পরাজয়ের গন্ধ আগেই পেয়েছিলো। এবারের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি নানা কৌশল অবলম্বন করেছে।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছে  অ্যাড. আখতার হোসেন। আরো পড়ুন: বারের ভোট গ্রহণ শুরু