সংবাদচর্চা রিপোর্টঃ
নারায়নগঞ্জের জাতীয় পার্টির নেতা জয়নাল আবেদীন ওরফে আল জয়নালের বিরুদ্ধে জেলা প্রশাসক মুস্তাইন বিল্লাহ এর কাছে অভিযোগ দিয়েছেন বাক প্রতিবন্ধি ওমর ফারুকের স্ত্রী নাজমা বেগম।
রোববার সকালে প্রতিবন্ধীদের ইশারা দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এ অভিযোগ দেন।
নাজমা বেগম বলেন, আমার স্বামী একজন প্রতিবন্ধী। আমরা গরীব। এ সুযোগে জয়নাল আমাদের জায়গা দখল করার চেষ্টা করছে। সেখানে আমাদের নানা ভাবে হুমকি দিয়েছে আমরা এ বিষয়ে আপনাকে এর আগে অবহত করেছি। আমরা জয়নালের অত্যাচারে অসহায়। স্যার আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নিবেন।
সভায় জেলা বধির সংস্থার সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ বলেন, আমরা অনেক প্রতিবন্ধীদের নিয়ে নানা সমস্যায় আছি। সরকার আমাদের বিভিন্ন ভাবে সহযোগিতা করছে। কিছুদিন আগে আমরা বাক প্রতিবন্ধীর জায়গা রক্ষা করার জন্য জয়নালের বিরুদ্ধে মানববন্ধন করেছি।
জয়নালের বিরুদ্ধে আমাদের প্রতিবন্ধীরা রাস্তায় নেমেছে। আমরা চাই আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করেন।
সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শামীম ব্যাপারী, জেলা প্রতিবন্ধি কার্যালয়ের উপপরিচালক ও জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট নুর জাহান উপস্থিত ছিলেন। সভায় জেলা প্রশাসক প্রতিবন্ধি ও তাদের নিয়ে কাজ করে এমন বিভিন্ন সংগঠনের নেতাবৃন্দের সাথে কথা বলেন। জানা গেছে, ১৩ জানুয়ারি সকালে নারায়নগঞ্জ প্রেস ক্লাবের সামনে বধির সংস্থার ব্যানারে আল জয়নালের বিরুদ্ধে মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, জয়নাল আবেদীন মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করে।
এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে জয়নালের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন নারায়নগঞ্জ জেলা ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্যাংকলরী মালিক সমিতির নেতৃবৃন্ধ। সেই সংবাদ সম্মেলনেও বক্তারা দাবি করেন জাতীয় পার্টির এই নেতা বিভন্ন মামলা দিয়ে হয়রানি করে। এর কিছুদিন পর একটি চাদাবাজি মামলায় নারায়নগঞ্জ সদর মডেসল থানা পুলিশ জয়নালকে গ্রেপ্তার করে।