নবকুমার:
একুশে আগস্ট নারকীয় গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগের নেতাকর্মীদের স্মরণে রূপগঞ্জে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ আগস্ট) সকালে সরকারী মুড়াপাড়া কলেজে গাজী অডিটোরিয়ামে এ আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এম.পি।
মন্ত্রী বলেন, সারাজীবন ক্ষমতায় থাকতে খালেদা-তারেক, তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা চালায়। খুনিদের টার্গেট ছিলো শেখ হাসিনা। ওরা ভেবেছিলো শেখ হাসিনাকে হত্যা করতে পারলেই দেশে আর কোন শক্তিশালী বিরোধী দল থাকবে না। তখন আওয়ামী লীগ নেতৃত্ব শূন্য হয়ে যাবে। আল্লার অশেষ রহমতে নেতাকর্মীদের মানবঢালে সেদিন শেখ হাসিনা প্রাণে বেচে যান। নিহত হয় আওয়ামী মহিলা লীগের তৎকালীন সাধারণ সম্পাদক বেগম আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মী। এছাড়া ওই হামলায় আরো ৪শ’র অধিক নেতাকর্মী আহত হয়। আহতদের অনেকেই চিরতরে পঙ্গু হয়ে গেছেন। তাদের কেউ কেউ আর স্বাভাবিক জীবন ফিরে পাননি। এসময় মন্ত্রী নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহতদের সুস্থতা কামনা করেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, বর্বরোচিত গ্রেনেড হামলা মামলার রায় হয়েছে। খুনিদের সাজা হয়েছে। এখন সময়ে এসেছে একুশে আগস্টের খুনিদের রায় কার্যকরের। সরকারের কাছে আমাদের দাবি বিদেশে পলাতক তারেক রহমান সহ অবিলম্বে সকল খুনিদের দেশে ফিরে এনে রায় কার্যকর করতে হবে।
তিনি বলেন, বিএনপি জামায়াত জোট সরকার দেশে বিরোধী দল রাখতে চায়নি। তাদের শাসন আমলে দেশে গণতন্ত্র ও সুশাসন ছিলো না। বিরোধী দলের উপর বার বার হামলা হয়েছে। গ্রেনেড হামলার বিচার শুরু থেকেই বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে। নানা নাটক সাজিয়ে অপরাধীদের আড়াল করার চেষ্টা করেছে বিএনপি-জামায়াত জোট সরকার। হামলার শিকার আওয়ামী লীগকেই দায়ী করার অপরাজনীতি হয়েছে। অবশ্য সময়ের সাথে সাথে বেরিয়ে এসেছে সব সত্য। ঐতিহাসিক রায়ের মাধ্যমে গণতন্ত্রের বিজয় হয়েছে।
মন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকান্ডের সাথে জিয়াউর রহমান যেমন জড়িত ঠিক ২১শে আগস্টের হত্যাকান্ডের সাথে তারেক রহমান জড়িত। ১৫ আগস্ট আর একুশে আগস্টের হত্যাকান্ড একই সুত্রে গাথা।
গোলাম দস্তগীর গাজী বলেন , বঙ্গবন্ধুর স্বপ্ন তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে অক্ষরে অক্ষরে পূরণ করা হচ্ছে। দেশ দুর্বার গতিতে উন্নত সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। রূপগঞ্জে বর্তমান সরকারের আমলে রাস্তা ঘাট স্কুল কলেজের ব্যাপক উন্নয়ন হয়েছে । ভবিষ্যতে আরো হবে।
এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া,ভাইস চেয়ারম্যান সোহেল আহমেদ,মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান, সরকারী মুড়াপাড়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবু সুকুমার দাস, আওয়ামী লীগ নেতা মান্নান মুন্সি, মতি আকন্দ, আলহাজ্ব হাবিবুর রহমান, রূপগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি কামরুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, সাবেক ভিপি মনিরুজ্জামান মনি, রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগ সাধারণ সম্পাদক শীলা রানী পাল, উপজেলা যুব মহিলা লীগ সভাপতি ফেরদৌসী আক্তার, ইউপি সদস্য রেহেনা আক্তার, লাভলী মানিক, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল আলম শিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাছুম, সরকারী মুড়াপাড়া কলেজ শাখা ছাত্র সংসদের ভিপি তুহিন, জিএস সজিব,এজিএস আশিকুর রহমান প্রমুখ।