নিজেস্ব প্রতিবেদক: জেল হত্যা দিবস উপলক্ষ্যে শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ডিআইটিস্থ করিমি মার্কেটে মিলাদ ও দোয়া মাহফিল করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শ্রমিকলীগ।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন আহাম্মেদ বাবুল, বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা মাষ্টার, বিআইডব্লিউটিসি শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খন্দকার জাকির হোসেন চুন্নু মাষ্টার, বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সবুজ শিকদার, জেলা কমিটির সহসভাপতি নাননু মিয়া, দশআনি শাখার সভাপতি আক্তার হোসেন, মহানগর লোড আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি খলিল শিকদার, নির্মাণ শ্রমিকলীগের জেলা কমিটির সেক্রেটারী নিজামউদ্দিন বিপ্লব প্রমুখ।