নিজস্ব প্রতিবেদক:
বিশ্ব স্বাস্থ্য দিবস-২০১৮ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা সমিতি, ঢাকা’র উদ্যোগে সিদ্ধিরগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা ও দরিদ্র রোগীদের মধ্যে ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ এপ্রিল) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ কার্যালয়ে এ কার্যক্রমের মাধ্যমে ৫/৬ শত জনসাধারনকে বিনামূলে চিকিৎসা সেবা ও দরিদ্র রোগীদের মধ্যে ঔষধ বিতরণ করা হয়।
নারায়ণগঞ্জ জেলা সমিতি, ঢাকা’র সাধারন সম্পাদক কেএম আবু হানিফ হৃদয়ের সভাপতিত্বে উক্ত কার্যক্রম পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র সমিতির যুগ্ন সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র সমিতির সদস্য ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মো: ইয়াসিন মিয়া।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সিদ্ধিরগঞ্জ পৌরসভার প্রশাসক ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আব্দুল মতিন প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ওমর ফারুক, নাসিক ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিকলীগ সভাপতি আব্দুস সামাদ বেপারী ও যুবলীগ নেতা মাসুদ রানাসহ প্রমূখ।
নারায়ণগঞ্জ জেলা সমিতি, ঢাকা’র পরিবেশ বিষয়ক সম্পাদক রোটারিয়ান ডা. আল ওয়াজেদুর রহমান ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ইসরাত জাহান পারিয়ার সার্বিক সহযোগিতায় অত্র কার্যক্রমে শিশু রোগের চিকিৎসা প্রদান করেন ঢাকা শিশু হাসপাতালের ডা. আসমা মাহমুদ, মেডিসিন চিকিৎসা প্রদান করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. মো: মিজানুর রহমান, সার্জারী চিকিৎসা প্রদান করেন প্রো-এ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালের ডা. আল ওয়াজেদুর রহমান, স্ত্রী-গাইনী চিকিৎসা প্রদান করেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ডা. জাহানারা আক্তার ও বাত-ব্যাথা রোগের চিকিৎসা প্রদান করেন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ডা. লুৎফর রহমান।