আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জেলা বিএনপির বিক্ষোভে পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক:

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবি নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভে বাধা দিয়েছে পুলিশ। ২২ নভেম্বর বিকেলে বিক্ষোভে পুলিশ ওই বাধা দেয়। দলটির কেন্দ্রীয় কর্মসূচী ছিলো এটি।

দুপুর ২টা হতেই শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে জড়ো হতে থাকে বিএনপির নেতাকর্মীরা। তখন পুলিশ তাদেরকে বালুরমাঠের গলিতে ঢুকিয়ে দেয়। সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। নেতাকর্মীরা বেষ্টনী ভাঙার চেষ্টা করলে পুলিশ বাধা দিলে নেতাকর্মীরা ব্যাকফুটে চলে যান। বালুর মাঠের গলিতেই বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকে।

এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক তৈমূর আলম খন্দকার। উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলহাজ্ব নাসির উদ্দিন, মাহফুজুর রহমান হুমায়ূন, খন্দকার মনিরুল ইসলাম, মনিরুল ইসলাম রবি, জাহিদ হাসান রোজেল, রুহুল আমিন সিকদার, এস এম সায়েম প্রমুখ।