আজ বৃহস্পতিবার, ৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জেলা প্রশাসক একাদশ বনাম পুলিশ সুপার একাদশ প্রীতি ফুটবল ম্যাচ

সংবাদচর্চা রিপোর্ট:
প্রথম বারের মতো নারায়ণগঞ্জ জেলা পুলিশ কর্তৃক আয়োজিত পুলিশ লাইন্স মাঠে “জেলা প্রশাসক একাদশ বনাম পুলিশ সুপার একাদশ” এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

সেই প্রতি ফুটবল খেলায় ৩ গোলে জয় পেয়েছে পুলিশ সুপার একাদশ। টানটান উত্তেজনার খেলায় শুরুতেই এক গোলে এগিয়ে থাকে জেলা প্রশাসক একাদশ। ম্যাচে ফিরতে মরিয়া পুলিশ সুপার একাদশ পরপর ৪ গোল করে বিজয়র শেষ হাসি হাসে। জানা গেছে, জেলা প্রশাসক দলের অধিনায়কত্ব করেন জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন।

পুলিশ সুপার একাদশের অধিনায়কত্ব করেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম(বার), পিপিএম(বার)।

পুলিশ সুপার হারুন অর রশিদ ২টি গোল ও জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন ১টি করে গোল করেন।