নারায়ণগঞ্জে জেলা পর্যায়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১জানুয়ারি) বিকেল ৪টায় ভূঁইগড় জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারায়নগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীদ্র কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রাথমিক শিক্ষা অফিস ।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রেহেনা আকতার, সহকারী জেলা শিক্ষা অফিসার মুজিব আলম, প্রধান শিক্ষক হালিমা খাতুন,আশিস কুমার দাস,পবিত্র চন্দ্র বর্মন, অজিত কুমার দাস সহ অনেকে।
পরে অতিথিরা পুরস্কার বিতরণ করে এবং বক্তব্য রাখে।