আজ রবিবার, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

জেলা জুড়ে হেক্সিসল সংকট

বিপ্লব হাসান : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনার ভাইরাসের ভয়ে সর্তক হচ্ছে বাংলাদেশের মানুষ। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের মানুষ সর্তক হওয়ায় হেক্সিসল এখন সংকটের মুখে। হেক্সিসল মূলত বিভিন্ন ভাইরাস থেকে নিজেকে জীবানুমুক্ত করতে সাহায্য করে। তাই জেলার মানুষের কাছে হেক্সিসলের কদর বেড়ে গেছে। রূপগঞ্জের বাজারগুলো থেকে ইতিমধ্যে হ্যান্ড রাব হেক্সিসল সংকটমুখী। সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার গাউছিয়া এলাকার সোনারগাঁও ফার্মেসি, ফাতেমা ফার্মেসি, সোবানিয়া ডিকেল হলসহ আরো অনেক ফার্মেসিতে হ্যান্ড রাব হেক্সিসল পাওয়া যায় নি। এছাড়াও উপজেলা বিভিন্ন এলাকার ফার্মেসিগুলোতে হ্যান্ড রাব হেক্সিসল পাওয়া কঠিন হয়ে পড়েছে বলে জানান ক্রেতারা। তবে কিছু ফার্মেসিতে পাওয়া গেলেও দাম আকাশ ছোঁয়া। করোনা থেকে নিজেদের সুরক্ষিত রাখতে বিশেষজ্ঞরা হ্যান্ড রাব হেক্সিসল ব্যবহারের পরামর্শ দিয়েছেন। উপজেলার ফামের্সিগুলোতে গতকাল থেকে হ্যান্ড রাব হেক্সিসল সাপ্লাই বন্ধ হয়ে গেছে বলে জানান ফার্মাসিস্টরা। উপজেলার ভূলতা ও গোলাকান্দাইল এলাকার ফামের্সিগুলোর ফার্মাসিস্টরা জানান, আগামীকালও ছিল আমাদের কাছে কিন্তু আজ ৪টি কোম্পানীর একটি কোম্পানীরও হ্যান্ড রাব হেক্সিসল নেই, ইতিমধ্যে সব বিক্রি হয়ে গেছে। গোলাকান্দাইল কাঁচাবাজারের মাইশা ফার্মেসির মালিক ইমরুল কায়েস জানান, আজ মঙ্গলবার হ্যান্ড রাব হেক্সিসলের অর্ডার ছিল কিন্তু আসে নাই। কবে পণ্য আসবে সেটাও বলতে পারছি না। এ বিষয়ে এসিআই গ্রুপের হ্যান্ড রাব হেক্সিসল এর নারায়ণগঞ্জ ডিপুর ক্যাশ ম্যানেজার আনোয়ার হোসেন বলেন, হ্যান্ড রাব হেক্সিসল ক্রেতাদের চাহিদা অনুযায়ী আমাদের সাপ্লাই কম। আমাদের সাপ্লাইটা আগের মতোই আছে এখন করোনা ভাইরাসের আতঙ্কে ক্রেতাদের চাহিদা অনুযায়ী দিতে পারি না। তবে কিছু দিনের মধ্যেই সাপ্লাই বেড়ে যাবে তখন আমরা ক্রেতাদের চাহিদা অনুযায়ী বেশি বেশি দিতে পারবো।