সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, রাজনীতি করতে গিয়ে দীর্ঘদিন কারারুদ্ধ ছিলাম। সেখানে আমরা যখন নামাজ পড়তাম সে নামাজে একসময় আমি যখন আজান দিলাম মুসল্লীরা আমাকে ধরে বসল আমার আজানে সন্তুষ্ট হয়ে আমার ওপর ইমামতি করার দায়িত্ব দিলেন। আমি দীর্ঘ ছয়মাস রাজশাহী জেলে ছিলাম সেখানে আমি ইমামতি করতাম এবং নামাজ পড়াতাম। এগুলো আমার রাজনৈতিক জীবনের শিক্ষা।
শনিবার (১৬ অক্টোবর) বিকেলে জেলা পরিষদের অর্থায়নে নির্মিত সদর উপজেলার দেওভোগে অবস্থিত জামি’আ আরাবিয়া দারুল উলূম মাদরাসার নবনির্মিত ভবনটি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘মানুষের কল্যাণে, মানুষকে ভালোবাসার রাজনীতি করি। অর্থলিপ্সার দিকে খেয়াল আমার কম। বঙ্গবন্ধু আমাকে বলেছিলেন, মানুষের কল্যাণে কাজ করতে। সেই ছাত্রজীবন থেকেই মানুষের দাবি-দাওয়া অর্জনের জন্য রাজনীতি করেছি। ন্যায় প্রতিষ্ঠার অনেকবার নির্যাতিত হয়েছি, নিগৃহীত হয়েছি, কারাবরণ করেছি। কোনো সময় অন্যায়, অসত্যের সাথে আপোস করিনি। আমার কাজের মূল্যায়ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে জেলা পরিষদের চেয়ারম্যান বানিয়েছেন।’