আজ রবিবার, ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জেনে নিন মেহেদি পাতার কত গুণ জানলে আপনি অবাক হবেন,

জেনে নিন মেহেদি পাতার কত গুণ

জেনে নিন মেহেদি পাতার কত গুণ জানলে আপনি অবাক হবেন,জেনে নিন মেহেদি পাতার কত গুণ

চিকিৎসা: মেহেদি আমাদের কাছে অতি পরিচিত একটি গাছের নাম। বিভিন্ন বিউটি পার্লারে, বৌ সাজাতে, চুল রাঙাতে ইদানীং মেহেদির বহুল ব্যবহার লক্ষ্য করা যায়। মেহেদি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। তবে অধিকাংশ মানুষ মেহেদি নামেই চিনে থাকে। এর ফুল, ফল ও পাতা শূল রোগের ওষুধ হিসেবে ব্যবহার করা হয়।
মেহেদি পাতার রস ১ চা চামচ করে দিনে ২ বার পানি বা দুধ এবং তার সঙ্গে একটু চিনি মিশিয়ে খেলে ১ সপ্তাহের মধ্যে শরীরের

নানাবিধ উপকার পাওয়া যায় 

১। জন্ডিস : জন্ডিস হলে মেহেদিগাছের মূল আতপ চাল ধোয়া পানি দিয়ে ঘষে ২ চা চামচ ৮ থেকে ১০ দিন সকালে ও বিকালে খেলে ৪ থেকে ৫ দিনেই রোগী আরোগ্য লাভ করে। ওষুধ খাওয়ার সময় ডাবের পানি ও আখের রস খেলে আরও ভালো কাজ করে।

২। ব্যথা প্রশমন : মেহেদি পাতার রস ও সরষের তেল মিশিয়ে মালিশ করলে ব্যথা কমে। এমনকি গরম্নর ঘাড়ে ব্যথা হলে এই গাছের পাতা বেটে গরম করে লাগিয়ে দিলে উপকার পাওয়া যায়।
৩। ঘামে দুর্গন্ধ : ঘামে দুর্গন্ধ হলে মেহেদি পাতা সিদ্ধ করে গোসল করলে উপকার পাওয়া যায়।
৪। পায়ের জ¦লাপোড়া রোধ : তাজা মেহেদিপাতা ভিনেগারে ভিজিয়ে এক জোড়া মোজার ভিতরে রেখে দিন। এবার এই মোজাটি পায়ে সারারাত পরে থাকুন। এটি পায়ের জ¦ালাপোড়া কমিয়ে দেবে অনেকখানি।
৫। মাথাব্যথা হ্রাস করতে : মেহেদিগাছের ফুল মাথাব্যথা দূর করতে সাহায্য করে। মেহেদিগাছের ফুল পেস্ট করে এর সঙ্গে ভিনেগার মিশিয়ে নিন। এটি কপালে অথবা ব্যথার স্থানে লাগিয়ে রাখুন। এ ছাড়া আপনি মেহেদির পেস্টও ব্যবহার করতে পারেন।
৬। মুখের ঘা ভালো করতে : এই মেহেদি দিয়ে তৈরি করে নিতে পারেন, মাউতওয়াশ। মেহেদি পাতা গুঁড়ো পানিতে গুলিয়ে নিন। এবার এটি দিয়ে কুলকুচি করম্নন। এটি মুখের ঘা দ্রম্নত ভালো করে থাকে এবং মুখ জীবাণুমুক্ত করে তোলে।
৭। টাক পড়া রোধ : সরিষার তেলের সঙ্গে কয়েকটি মেহেদি পাতা দিয়ে জ¦াল দিন। এটি ঠা-া হয়ে গেলে মাথার তালুতে ব্যবহার করম্নন। এটি টাকপড়া প্রতিরোধ করবে।
৮। খুশকি দূর করতে : খুশকি চুলের সবচেয়ে বড় শত্রম্ন। এই খুশকি দূর করতে মেহেদি বেশ কার্যকর। সরিষা তেল, মেথি, মেহেদিপাতা সিদ্ধ একসঙ্গে যোগ করে এটি চুলে ব্যবহার করম্নন। ১ ঘণ্টা পর শ্যাম্পু করে নিন। এটি খুশকি দূর করে চুলকে করে তুলবে ঝলমলে সুন্দর।

৯। ঘামাচির জ¦ালাপোড়া রোধ করতে : মেহেদির পেস্ট পিঠ, ঘাড় এবং ঘামাচি আক্রান্ত্ম অন্যান্য স্থানে লাগান। এটি ঘামাচির চুলকানি এবং জ¦ালাপোড়া হ্রাস করতে সাহায্য করবে।
১০। বাতের ব্যথা রোধে : বাত এবং বাতজনিত সবরকম ব্যথা দূর করতে মেহেদি তেল বেশ কার্যকর। ব্যথার স্থানে মেহেদি তেল ম্যাসাজ করে লাগিয়ে নিন। ভালো ফল পেতে এটি প্রতিদিন এক থেকে দুই মাস ব্যবহার করম্নন।