টি.আই.আরিফ
ফের গরম রূপগঞ্জ। ভাষার মাসে তৎপর আওয়ামী লীগ। বিরোধী দলের দেখা নেই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামীলীগ। একুশে ফেব্রুয়ারী রাত ১২ টা ১ মিনিটে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি,বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। দলীয় নেতাকর্মীদের রাত সাড়ে ১১ টায় রূপগঞ্জ উপজেলা শহীদ মিনারের সামনে উপস্থিত থাকতে বলা হয়েছে।
রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দলীয় নেতাকর্মীরা এ কর্মসূচি সফল করার জন্য প্রস্তুত হচ্ছে। আপাতত ভাষার মাসকে ঘিরে রূপগঞ্জে বিরোধী দলের নেতাদের মধ্যে তেমন তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। ভোটের আগে শাসক দল ফাঁকা মাঠে একাই লড়ছে ।
সারা রূপগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করবে আওয়ামী লীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসব অনুষ্ঠান পরিদর্শন করবেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, রূপগঞ্জ উপজেলা মহিলা লীগ সভাপতি ও তারাব পৌর মেয়র হাছিনা গাজী । এছাড়া দলীয় এই কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি গাজী গোলাম মর্তুজা পাপ্পা। নাশকতা এড়াতে সবাই সতর্ক রয়েছে। মন্ত্রীর অনুগতরা মাঠে।