আজ সোমবার, ১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

জেএসসি পরীক্ষার ফল প্রকাশ,কমেছে পাসের হার

 

সংবাদচর্চা ডেস্ক:  চলতি শিক্ষা বর্ষের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও সমমানের পরীক্ষা ২০১৭ এর  ফল   প্রকাশ।

এ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় ৮৩.৬৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৯১ হাজার ৬২৮ জন।
শনিবার সকালে গণভবনে ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
গত ১ নভেম্বর জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১৮ নভেম্বর। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ২৪ লাখ ৬৯ হাজার।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ বছরের ফল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন।শনিবার  দুপুর ২টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে  নুরুল ইসলাম নাহিদ এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন,।

ফলাফল সংক্রান্ত ওয়েব সাইড ও সকল মোবাইল ফোনে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবে।এ বছর জেএসসি পরীক্ষা কোন প্রকার সমস্যা ছাড়াই সুস্থ পরিবেশে সমাপ্ত হয়।ফলাফল জান্তে ভিজিট করুন,www.dpe.gov.bd, মোবাইলে ফলাফল জান্তে ভিজিট করুন -JSC/JDC লিখে স্পেস দিয়ে বোর্ড লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখে এসএম করলেও ফল পাওয়া যাবে ।

উল্লেখ্য যে গত নভেম্বরে এ  বছর জেএসসি ও জেডিসি পরীক্ষায় ২৮ হাজার ৬শ’ ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৪ লাখ ৬৮ হাজার ৮শ’ ২০ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। এরমধ্যে ১১ লাখ ৪৪ হাজার ৭শ’ ৭৮ জন ছাত্র এবং ১৩ লাখ ২৪ হাজার ৪২ জন ছাত্রী রয়েছে।

স্পন্সরেড আর্টিকেলঃ