আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

‘জীবিত থাকতে নৌকা দিতে দিব না’

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক। কাজেই কেউ কোন ষড়যন্ত্র করে রেহাই পাবেন না। আমার জাতীয় পার্টির বন্ধুরা। এই নারায়ণগঞ্জে এক ভিন্ন চরিত্র ভিন্ন চেহারা। মনে রাখবেন নৌকা মার্কা শেখ হাসিনা দিয়েছিল বলে আপনি এমপি হইছিলেন। আকার ইঙ্গিতে বুঝে নিবেন কি বলতে চাই। শেখ হাসিনা প্রার্থী দিয়েছেন আর সেই প্রার্থীর বিরোধীতা করবেন। আমরা জীবিত থাকতে আগামী নির্বাচনে নৌকা তাকে দিতে দিব না। আর কোন ছাড় নাই।

শুক্রবার ৭ জানুয়ারি বিকেলে বন্দরে ২৩ নম্বর ওয়ার্ডে বন্দরের কবিলের মোড় এলাকায় নির্বাচনী কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
উল্লেখ্য নারায়ণগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য জাতীয়পার্টির সেলিম ওসমান।
বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও এস এম কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, সেক্রেটারী আবু হাসনাত শহীদ বাদল, মহানগরের সভাপতি আনোয়ার হোসেন, সেক্রেটারী খোকন সাহা, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান প্রমুখ।