আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জীবন যাবে তবু শেখ হাসিনার ক্ষতি হতে দেব না : মন্ত্রী গাজী

নবকুমার:

নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, বেইমান জিয়া মোস্তাকের ষড়যন্ত্রে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালি জাতির পিতাকে সপরিবারে হারিয়েছি।  জাতির পিতার কন্যা শেখ হাসিনাকে হারাতে চাই না। তিনি আমাদের সম্পদ। জীবন যাবে তবু শেখ হাসিনার ক্ষতি হতে দেব না।

তিনি বলেন, ওয়ান ইলেভেনের সময় নেত্রীর জন্য ২৭ দিন জেল খেটেছি। ওরা আমাকে ফ্যানের সাথে ঝুলিয়ে পিটিয়েছে। ইলেকট্রিক শর্ট দিয়েছে। তবু শেখ হাসিনার নামে মিথ্যা মামলা দেই  নাই। ওরা আমাকে বলেছিলো আপনি একটি শর্তে মুক্তি পাবেন। আপনি শেখ হাসিনাকে ৫ কোটি টাকা ঘুষ দিয়ে মনোনয়ন নিয়েছেন। আপনি শেখ হাসিনার নামে ৫ কোটি টাকার মামলা দেন। তখন আমি (গোলাম দস্তগীর গাজী)  তাদের বলেছিলাম আমি বঙ্গবন্ধুর সৈনিক। আমি মরে যাব তবু জাতির পিতার কন্যা শেখ হাসিনার নামে মামলা দেব না।

শুক্রবার ( ২৩ আগস্ট ,৮ ভাদ্র) ৫০১ হাসিনা গাজী অডিটরিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তারাব পৌর আওয়ামী লীগ আয়োজিত দোয়া ও আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

গোলাম দস্তগীর গাজী বলেন, ২১ বছর বঙ্গবন্ধুর স্মরণ সভা করতে পারি নাই। বিএনপি জামায়াতের বহু অত্যাচার নির্যাতন সহ্য করেছি। কোন দিন মাঠ ছেড়ে যায় নি। ২০০৫ সালে রূপগঞ্জ সহ বিভিন্ন জায়গায় আন্দোলন করেছি। তৎকালিন ওসি আমার পায়ে গুলি করেছিলো। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি জামায়াত খালেদা তারেকের ক্যাডার বাহিনী আওয়ামী লীগের নেতা কর্মীদের পাখির মত গুলি করে হত্যা করেছে। বিনা বিচারে আমাদের আটক রেখেছে।

তিনি বলেন, আমার স্ত্রীর জন্য আমি সেদিন মুক্তি পেয়েছি। সে হাইকোটে মামলা না করলে আমি মুক্তি পেতাম না।

মন্ত্রী বলেন,বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন এ দেশকে খুদা দারিদ্র শোষণ মুক্ত সোনার বাংলা গড়ার । বঙ্গবন্ধুর সেই স্বপ্ন তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে অক্ষরে অক্ষরে পূরণ করা হচ্ছে। দেশ দুর্বার গতিতে উন্নত সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন , আওয়ামী লীগে আর কোন বেইমান মীজাফরকে দেখতে চাই না। আমি বিভক্তির রাজনীতি কবর না। যারা আমাদের সাথে আসতে চায় তাদেরকে সাথে নিয়ে মিলে মিশে কাজ করব।

এসময় উপস্থিত ছিলেন, তারাব পৌর সভার মেয়র হাছিনা গাজী, রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূইয়া,মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, তারাব পৌর আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন ভূইয়া, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোল্লা সহ অনেকে।