আজ শনিবার, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

২ দিনের টানা বর্ষণে বন্দরবাসীর জীবন যাত্রা বির্পযস্ত

জীবন যাত্রা বির্পযস্ত

জীবন যাত্রা বির্পযস্ত

 

 

 

বন্দর প্রতিনিধি:
২ দিনের টানা ভারি বর্ষণের কারনে বন্দরবাসীর জীবন যাত্রায় মারাত্মক ভাবে বির্পযস্ত হয়ে পরেছে। এমন কথা জানিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার সাধারন মানুষ। তারা আরো জানিয়েছে, ২ দিনের অতিরুক্ত বৃষ্টির কারনে বন্দর উপজেলার অধিকাংশ এলাকায় আবারও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে নিচু এলাকার রাস্তাঘাট ও ঘর বাড়ী পানিতে তলিয়ে গেছে। অনেক স্থানে আবারও নতুন করে বাঁশের সাঁকু বাধঁতে শুরু করে দিয়েছে উক্ত এলাকার জন সাধারন। এ ব্যাপারে ঘারমোড়া এলাকার বাসিন্দা সোহেল জানান, ভারি বর্ষনের কারনে বন্দর উপজেলার ঘারমোড়া কেন্দ্রীয় জামে মসজিদ রোডের প্রায় শতাধিক বাড়ী ঘরের হাজার হাজার মানুষ পানী বন্দী হয়ে পরেছে। হাটু পানি দিয়ে পার হয়ে প্রধান রাস্তায় যেতে হচ্ছে ভূক্তভোগিদের। এ ছাড়াও আলীনগর, শুভকরদী, চরঘারমোড়াসহ কলাগাছিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রধান রাস্তা ঘাটে প্রচন্ড জলাবদ্ধতা দেখা দিয়েছে। পয় নিস্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা চরম আকাড় ধারন করেছে। সে সাথে বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি হেলে পরেছে। বিদুৎত খুঁটি হেলে পরার কারনে উক্ত এলাকার জনগন চরম আতংকের মধ্যে রয়েছে। যে কোন সময় প্রানহানীর আশংকা রয়েছে বলে তিনি জানান। এ ছাড়াও অতিরক্ত বৃষ্টিপাতের কারনে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ণের অধিকাংশ এলাকার রাস্তা ঘেেটর ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। এ ব্যাপারে বন্দরে এক অটো ইজি বাইক চালক শুভ জানান, অতিরুক্ত বৃষ্টির কারনে আমরা বন্দরে গাড়ী চালাতে পারছি না। রাস্তা ঘাটে যাত্রীর সংখ্যা কমে গেছে। মালিকের গাড়ী জমা উঠাতে হিমশিম খাচ্ছি। অতিরুক্ত বৃষ্টির কারনে যাত্রী না পেয়ে পরিবার নিয়ে অনেক অসুবিধার মধ্যে আছি।