নবকুমার:
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, জিয়াউর রহমান কোন বাংলাদেশের নাগরিক না । জিয়া পাকিস্থানের নাগরিক। পাকিস্থানের করাচিতে বসবাসরত জিয়ার পিতা মাতা। জিয়া ১৯৩৬ সালের ১৯ শে জানুয়ারী করাচিতে জন্ম গ্রহণ করে। তার পিতা মাতার মৃত্যু পাকিস্থানে করাচিতে সেখানে তাদের মাটি দেওয়া হয়। জিয়া করাচি একাডু স্কুলে পড়াশুনা করে এবং সেখানে ১৯৫২ সালে ম্যাট্রিক পাস করে। সেখানে থেকে তিনি সেনাবাহিনীতে যোগদেন। ১৯৬৯ সালে আমাদের গণঅভ্যত্থানকে নতশাত করার জন্য পূর্ব পাকিস্থানে পোষ্টিং করে আইএস আই। এবং ঐ অবধি পর্যন্ত আমাদের মুক্তিযুদ্ধ পর্যন্ত এখানে ছিলেন জিয়া ।তার পূর্ব পুরুষরা আমাদের বাংলাদেশে কোন দিন থাকে নাই। তার বাড়ি কিনা পাকিস্থানের নাগরিক হিসেবে। বাংলাদেশী নাগরিক হিসেবে নয়।
গতকাল (২৪ জুন) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শেখ সেলিম বলেন, পাকিস্থানের সামরিক কর্মকর্তা আসলাম বেগ জিয়াকে একটি চিঠি লেখে । চিঠিতে লেখাছিলো মেজর জিয়া পাকিস্থান আর্মি ঢাকা । তোমাকে ভারতে বর্ষে পাঠানো হয়েছে। জিয়া তুমি কোন চিন্তা করো না। তোমার কাজে আমরা সবাই খুশি । তোমার পরিবার নিয়ে চিন্তা করো না। তোমাকে নতুন দায়িত্ব দেয়া হবে। তোমাকে মেজর জলিল সম্পকে সতর্ক থাকতে হবে। চিঠিটি লেখা হয় ২৯ মে ১৯৭১ সালে।
এসময় উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তোফায়েল আহমেদ, আমীর হোসেন আমু, মতিয়া চৌধুরী, সৈয়দা সাজেদা চৌধুরী, ওবায়দুল কাদের ,বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক প্রমুখ।
প্রসঙ্গত ,নারায়ণগঞ্জ সহ সারাদেশের বিএনপির সমর্থকরা কি পাকিস্থানের এজেন্ট এ প্রশ্ন এখন সবার মাঝে ঘুরপাক খাচ্ছে।