নিজস্ব প্রতিবেদক:
প্রথম ওয়ানডের জয়ের সুখস্মৃতি নিয়ে আজ ফের মাঠে নামছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডের ডে নাইট ম্যাচটি শুরু হবে বেলা আড়াইটায়। চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে, যেটি বাংলাদেশের লাকি গ্রাউন্ড।
অন্যদিকে প্রথম ওয়ানডেতে টাইগারদের থাবায় দগদগে ক্ষত নিয়ে জিম্বাবুয়েও মাঠে নামছে। মাসাকাদজা বাহিনীও তেতে রয়েছে শোধ নিতে।
দ্বিতীয় ওয়ানডেতে কেমন হবে বাংলাদেশ একাদশ? এটি এখন কোটি টাকার প্রশ্ন।
প্রথম ওয়ানডেতে ইনিংসের শুরুতে ভয়াবহ ব্যাটিং বিপর্যয় ও পরে তা সামাল দেওয়ার বিষয়টি নিশ্চিয় মাথায় থাকছে টিম ম্যানেজমেন্টের। একাদশ বাছাইয়ের ক্ষেত্রে সেই বিবেচনা প্রাধান্য পাবে।
গত ম্যাচে বেশ কয়েকজন খেলোয়ার প্রত্যাশিত ফর্ম করতে পারে নি। তবে তাঁদের জন্য সুখবর হচ্ছে-আজকের ম্যাচেও তাঁরা থাকছেন, এটি মোটামুটি নিশ্চিত।
গতম্যাচে ডেব্যু হওয়া ৩০ বছর বয়সী অলরাউন্ডার ফজলে মাহমুদ রাব্বিকে নিয়ে বেশ কথা উঠেছে দলে তাঁর অন্তর্ভূক্তির পর থেকেই। গত ম্যাচে গোল্ডেন ডাক মারার পর সেই সমালোচনা আরো জোরালো হয়েছে। তবে টিম ম্যানেজমেন্ট তাঁর প্রতি সদয়।
গতকাল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা সংবাদ সম্মেলনে বলেছেন, রাব্বিকে আরেক ম্যাচ সুযোগ দেওয়া উচিত। নতুবা তাঁর প্রতি অন্যায় করা হবে। নির্বাচনকরাও চাইছে আজকের ম্যাচে রাব্বি খেলুক।
টিম ম্যানেজমেন্ট উইনিং কম্বিনেশনকে গুরুত্ব দিচ্ছে। তাই আরো দু’জন গত ম্যাচে নিজেদের মেলে ধরতে না পারলেও তাঁরাও আজকে সুযোগ পাচ্ছে।
তামিম না থাকায় ওপেনিং করবেন লিটন দাস। তাঁর সঙ্গী গত ম্যাচে অসাধারণ ব্যাট করা ইমরুল কায়েস। তিন নম্বরে খেলবেন ফজলে রাব্বি। আর চারে যথারীতি মুশফিকুর রহীম। পাঁচে মিথুন ভালোই খেলছেন। তাই তাকে সরানোর কোনো চিন্তা নেই টিম ম্যানেজমেন্টের। গত ম্যাচে দলের দু:সময়ে তিনি ব্যাট হাতে ৩০ রানের বেশি করেছেন।
ছয়ে ব্যাট করবেন নির্ভরযোগ্য মাহমুদুল্লাহ রিয়াদ। সাতে গত ম্যাচে অসাধারণ ব্যাট করা সাইফউদ্দিনই থাকছেন।
বাকি চার জন বোলার। এর মধ্যে ৮ নম্বরে ব্যাট করবেন অলরাউন্ডার মেহেদী মিরাজ। নয়ে অধিনায়ক মাশরাফি।
আজকের ম্যাচে বোলিংয়ে পরিবর্তন আনা হতে পারে। গত ম্যাচে জ্বরের কারণে খেলতে পারেন নি সিমার রুবেল হোসেন। আজ তাকে মাঠে নামানো হতে পারে। রুবেল খেললে জায়গা ছেড়ে দিতে হবে স্পিনার নাজমুল হোসেন অপুকে।
সেক্ষেত্রে তিন সিমার (মাশরাফি+রুবেল+মোস্তাফিজ), এক মিডিয়াম পেসার (সাইফউদ্দিন) ও একজন স্পিনার (মিরাজ) দিয়ে বল করানো হবে। তাঁদের সঙ্গ দিতে তো রিয়াদ আছেনই।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
১. লিটন কুমার দাস
২. ইমরুল কায়েস
৩. ফজলে মাহমুদ রাব্বি
৪. মুশফিকুর রহিম
৫. মোহাম্মদ মিথুন
৬. মাহমুদুল্লাহ রিয়াদ
৭. মোহাম্মদ সাইফুদ্দিন
৮. মেহেদি হাসান মিরাজ
৯. মাশরাফি বিন মর্তুজা
১০. মুস্তাফিজুর রহমান
১১. নাজমুল ইসলাম অপু/ রুবেল হোসেন