আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জামাল খানের স্মরণ সভা শুক্রবার

সংবাদচর্চা রিপোর্টঃ

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের বন্ধু বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মোহাম্মদ জামাল খানের (৭০) স্মরণ সভা ও দোয়া মাহফিল শুক্রবার ১৩ মে সকাল ১১ টায় রূপসী গাজী ভবনে অনুষ্ঠিত হবে। স্মরণ সভায় উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

গত ৭ মে সকাল সাড়ে ৯টায় তার খিলগাওয়ের বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। তিনি ক্র্যাক প্লাটুন এর অন্যতম সদস্য ছিলেন । মৃত্যুকালে তিনি স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।