আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জাফরের ডিমোশন

নিজস্ব প্রতিবেদক:

সোনারগাঁ উপজেলা বিএনপি’র নেতৃত্ব থেকে খন্দকার আবু জাফরকে মাইনাস করা হয়েছে। ওয়ান ইলেভেনের সময় নারায়ণগঞ্জে বিএনপির রাজনীতিতে কঠোর ভূমিকা পালন করা খন্দকার আবু জাফরের রাজনীতি এখন বিদায়ের পালা। জাফরকে ডিমোশন দিয়ে সোনারগাঁ উপজেলা বিএনপি’র আহবায়ক করা হয়েছে আজহারুল ইসলাম মান্নানকে ও একই সঙ্গে সদস্য সচিব করা হয়েছে মোশারফ হোসেনকে। যদিও সদস্য সচিব পদে কাঁচপুরের সেলিম হক রুমিকে নিয়ে চেষ্টা করেছিলেন মান্নান। কিন্তু জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদের একক প্রচেষ্টায় তার পছন্দে সোনারগাঁ উপজেলা বিএনপি’র সদস্য সচিব পদে মোশারফ হোসেনকে বসানো হয়েছে। যদিও এই কমিটিতে সেলিম হক রুমীকে যুগ্ম আহবায়ক ও খন্দকার আবু জাফর সদস্যপদে রাখা হয়। এ কারণে সোনারগাঁয়ে বিএনপি নেতাকর্মীদের মাঝে চরম হতাশা সৃষ্টি হয়েছে। অনেকেই জানিয়েছেন এ কারনে সেলিম ও তার নেতাকর্মীরা মান্নান ও অধ্যাপক মামুন মাহমুদের প্রতি চরম ক্ষোভ প্রকাশ করেছেন।
সোনারগাঁ উপজেলা বিএনপির বর্তমান সেক্রেটারী আজহারুল ইসলাম মান্নানকে আহবায়ক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেনকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক নাছিরউদ্দিন ও সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদের স্বাক্ষরিত এক চিঠিতে এ কমিটির অনুমোদন দেয়া হয়। এছাড়া কমিটিতে যুবদলের সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম টিটুসহ ১০জনকে যুগ্ন আহবায়ক ও ১৯ জনকে সদস্য রাখা হয়েছে নব-গঠিত কমিটিতে। আগামী ৩ মাসের মধ্যে তাদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য জন্য নির্দেশ প্রদান করা হয়।